An-Naba • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًۭا ﴾
“and made the night [its] cloak”
রাত্রিকে করেছি আবরণ স্বরূপ। [১] [১] অর্থাৎ, রাতের অন্ধকার এবং কালো বর্ণ প্রতিটি জিনিসকে নিজের আঁচলে আবৃত ও গোপন করে নেয়। যেমনভাবে, আবরণ বা পোষাক-পরিচ্ছদ মানুষের দেহকে আবৃত ও গোপন করে নেয়।