An-Naba • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًۭا شِدَادًۭا ﴾
“And We have built above you seven firmaments,”
আর নির্মাণ করেছি তোমাদের ঊর্ধ্বদেশে সুদৃঢ় সপ্ত আকাশ।[১] [১] এদের প্রতিটির মাঝে পাঁচ শত বছরের পথের দূরত্ব আছে। যা এসবের মজবুতি প্রমাণ করে।