An-Naba • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَجَعَلْنَا سِرَاجًۭا وَهَّاجًۭا ﴾
“and have placed [therein the sun,] a lamp full of blazing splendour.”
এবং সৃষ্টি করেছি একটি প্রদীপ্ত প্রদীপ (সূর্য)। [১] [১] প্রদীপ্ত প্রদীপ বলে উদ্দেশ্য হল সূর্য। এখানে جعل অর্থ হল خلق। অর্থাৎ, তিনি সৃষ্টি করেছেন।