An-Naba • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًۭا ﴾
“Behold, they were not expecting to be called to account,”
তারা (পরকালে) হিসাবের আশঙ্কা করত না। [১] [১] এ কথা প্রথমোক্ত বাক্যের কারণ দর্শিয়ে বলা হয়েছে। অর্থাৎ, সে উল্লিখিত আযাবের উপযুক্ত। কেননা, সে মৃত্যুর পর পুনর্জীবনের প্রতি বিশ্বাসীই ছিল না, যাতে তারা হিসাব-নিকাশের আশঙ্কা করত।