An-Naazi'aat • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا ﴾
“High has He reared its vault and formed it in accordance with what it was meant to be;”
তিনি তার ছাদকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন।[১] [১] কোন কোন আলেম سمك -এর অর্থ ছাদ বলেছেন। সুবিন্যস্ত করার অর্থ হল, তাকে এমন আকৃতি ও গঠন দান করা, যাতে তাতে কোন প্রকার খুঁত, ত্রুটি, বঙ্কিমতা ও ফাটল না থাকে।