Abasa • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ ﴾
“AND SO, when the piercing call [of resurrection] is heard”
অতঃপর যখন (কিয়ামতের) ধ্বংস-ধ্বনি এসে পড়বে। [১] [১] কিয়ামতকে صاخّة শ্রবণশক্তি হরণকারী ধ্বংস-ধ্বনি এই জন্য বলা হয়েছে যে, এটা অতি ভয়ংকর আওয়াজের সাথে সংঘটিত হবে এবং তা কর্ণকে বধির করে ফেলবে।