Al-Infitaar • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ ﴾
“[a fire] which they shall enter on Judgment Day,”
তারা বিচার দিবসে সেখানে প্রবেশ করবে।[১] [১] অর্থাৎ, যে প্রতিদান ও শাস্তির দিনকে তারা অবিশ্বাস করত, সেই দিনেই নিজ নিজ আমলের প্রতিদান হিসাবে জাহান্নামে প্রবেশ করবে।