Al-Infitaar • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ ﴾
“and when the seas burst beyond their bounds,”
যখন সমুদ্রগুলি উদ্বেলিত হবে, [১] [১] আর সমস্ত সমুদ্রের পানি একটি সমুদ্রে জমা হয়ে যাবে। (অথবা সমস্ত সমুদ্র একটি সমুদ্রে পরিণত হবে। লোনা-মিঠা এক হয়ে যাবে।) তারপর আল্লাহ তাআলা পশ্চিমী হাওয়া প্রেরণ করবেন, যা তাতে আগুন জ্বালিয়ে দেবে, যার ফলে আকাশ-ছোঁয়া আগুনের শিখা উঠতে থাকবে।