Al-Infitaar • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ ﴾
“and when the graves are overturned –”
এবং যখন কবরসমূহ উন্মোচিত হবে; [১] [১] অর্থাৎ, কবর থেকে মৃতরা জীবন্ত হয়ে বাইরে বেরিয়ে আসবে। بُعثِرَت এর অর্থ হল, উৎপাটিত হবে অথবা তার মাটিকে উলট-পালট করে দেওয়া হবে।