Al-Mutaffifin • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَٰفِظِينَ ﴾
“And, withal, they have no call to watch over [the beliefs of] others...”
অথচ তাদেরকে তো এদের সংরক্ষকরূপে পাঠানো হয়নি! [১] [১] অর্থাৎ, এই কাফেরদেরকে মুসলিমদের উপর পাহারাদার হিসাবে পাঠানো হয়নি যে, তারা সব সময় মুসলিমদের আমল ও অবস্থা দেখে বেড়াবে এবং তাদের সমালোচনা করতে থাকবে। মোট কথা, তারা যখন এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত নয়, তখন তারা কেন এমন ব্যবহার করে?