Al-Mutaffifin • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ ﴾
“"Are these deniers of the truth being [thus] requited for [aught but] what they were wont to do?"”
কাফিররা যা করত, তার ফল তারা পেল তো? [১] [১] أثيب ثوِّب এর অর্থে ব্যবহার হয়েছে, তার মানেঃ প্রতিফল দেওয়া হল। অর্থাৎ, কাফেররা যা করত, তার প্রতিফল তাদেরকে দেওয়া হল তো?