Al-Inshiqaaq • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا ﴾
“Behold, [in his earthly life] he lived joyfully among people of his own kind”
কেননা, সে তার স্বজনদের মধ্যে আনন্দে মত্ত ছিল।[১] [১] অর্থাৎ, দুনিয়ায় নিজের প্রবৃত্তির চাহিদা মিটাতে মগ্ন এবং আপন পরিবারের মাঝে বড় আনন্দিত ছিল।