Al-Inshiqaaq • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَٱلَّيْلِ وَمَا وَسَقَ ﴾
“and the night, and what it [step by step] unfolds,”
এবং রজনীর আর তাতে যা কিছুর সমাবেশ ঘটে [১] তার শপথ। [১] অন্ধকার নেমে আসতেই প্রতিটি বস্তু নিজ নিজ বাসা ও বাসস্থানে জমা ও সমাবিষ্ট হয়। অর্থাৎ, রাতের অন্ধকার যে সকল বস্তুকে নিজের আঁচল দ্বারা ঢেকে নেয়।