Al-Inshiqaaq • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ ﴾
“and casts forth whatever is in it, and becomes utterly void,”
এবং পৃথিবী তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে এবং খালি হয়ে যাবে। [১] [১] অর্থাৎ, তাতে যেসব মুর্দা দাফন থাকবে, সমস্ত জীবিত হয়ে বের হয়ে আসবে। আর যেসব গুপ্ত ধন (খনিজ পদার্থ) তার গর্ভে মজুদ রয়েছে, তা বের করে ফেলবে। আর সে একেবারে খালি হয়ে যাবে।