Al-Burooj • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ إِنَّهُۥ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ ﴾
“Behold, it is He who creates [man] in the first instance, and He [it is who] will bring him forth anew.”
তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান।[১] [১] অর্থাৎ, তিনিই নিজ পূর্ণ শক্তি ও কুদরত দ্বারা প্রথমবার সৃষ্টি করেন এবং কিয়ামতের দিন পুনর্বার ঠিক সেভাবেই সৃষ্টি করবেন যেভাবে তিনি প্রথমবার সৃষ্টি করেছেন।