Al-Burooj • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ فِى لَوْحٍۢ مَّحْفُوظٍۭ ﴾
“upon an imperishable tablet [inscribed].”
সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। [১] [১] অর্থাৎ, লাউহে মাহ্ফূযে লিপিবদ্ধ আছে। যেখানে ফিরিশতাগণ তার সংরক্ষণের জন্য নিযুক্ত আছেন। আল্লাহ তাআলা প্রয়োজন ও চাহিদানুযায়ী তা অবতীর্ণ করে থাকেন।