Al-Burooj • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ قُتِلَ أَصْحَٰبُ ٱلْأُخْدُودِ ﴾
“THEY DESTROY [but] themselves, they who would ready a pit”
ধ্বংস হয়েছে কুন্ডের অধিপতিরা। [১] [১] অর্থাৎ, যারা খন্দক (কুন্ড) খনন করে আল্লাহর অনুগত বান্দাদেরকে ধ্বংস ও হত্যা করেছিল তাদের জন্যও ধ্বংস ও সর্বনাশ রয়েছে। قُتِلَ শব্দটি এখানে لُعِنَ এর অর্থে ব্যবহার হয়েছে।