At-Taariq • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ فَمَا لَهُۥ مِن قُوَّةٍۢ وَلَا نَاصِرٍۢ ﴾
“and [man] will have neither strength nor helper!”
সেদিন তার কোন সামর্থ্য থাকবে না এবং সাহায্যকারীও না।[১] [১] অর্থাৎ, মানুষের নিকট এমন শক্তি থাকবে না যে, সে আল্লাহর আযাব থেকে পরিত্রাণ লাভ করতে পারবে। আর না কোন দিক থেকে তার এমন কোন সাহায্যকারী পাওয়া যাবে, যে তাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারে।