At-Taariq • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ ﴾
“and the earth, bursting forth with plants!”
এবং শপথ বিদীর্ণশীল পৃথিবীর। [১] [১] অর্থাৎ, মাটি ফেটে তা হতে শস্যদানা অঙ্কুরিত হয়। মাটি ফেটে ঝরনাধারা প্রবাহিত হয়। আর এইভাবে একদিন এমন আসবে যেদিন মাটি ফেটে সমস্ত মৃত জীব-জন্তু জীবিত হয়ে ভূগর্ভ থেকে বের হয়ে আসবে। এই জন্যই যমীন, মাটি ও পৃথিবীকে 'বিদীর্ণশীল' বলা হয়েছে। (এ ছাড়া সমুদ্রগর্ভেও বড় বড় ফাটল রয়েছে বলে বিজ্ঞান প্রমাণ করেছে।)