At-Taariq • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَمَا هُوَ بِٱلْهَزْلِ ﴾
“and is no idle tale.”
এবং এটা প্রহসন নয়। [১] [১] অর্থাৎ, খেল-তামাশা এবং হাসি-ঠাট্টার বস্তু নয়। هَزل শব্দটি جِدّ শব্দের বিপরীতার্থক শব্দ। অর্থাৎ এটি একটি স্পষ্ট সার্থক উদ্দেশ্য বহনকারী কিতাব। খেল-তামাশার মত নিরর্থক প্রহসনমূলক কোন কিতাব নয়।