At-Taariq • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَأَكِيدُ كَيْدًۭا ﴾
“but I shall bring all their scheming to nought.”
এবং আমিও ভীষণ কৌশল করি। [১] [১] অর্থাৎ, আমি তাদের চালাকি এবং চক্রান্ত সম্বন্ধে উদাসীন নই। আমিও তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করি কিংবা তাদের চক্রান্তকে প্রতিহত করি। كَيد গোপনে কৌশল অবলম্বন করাকে বলা হয়। এই কৌশল মন্দ উদ্দেশ্য হলে তা মন্দ চক্রান্ত এবং ভাল উদ্দেশ্যে হলে তা নিন্দনীয় কৌশল নয়।