At-Taariq • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ خُلِقَ مِن مَّآءٍۢ دَافِقٍۢ ﴾
“he has been created out of a seminal fluid”
তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। [১] [১] অর্থাৎ, বীর্য থেকে; যা চরম কাম-উত্তেজনার শেষে সবেগে নির্গত হয়। এই বীর্য-বিন্দু নারীর গর্ভাশয়ে পৌঁছনোর পর আল্লাহর আদেশ হলে গর্ভ সঞ্চারের কারণ হয়।