Al-A'laa • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ ﴾
“in mind will keep it he who stands in awe [of God],”
যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে। [১] [১] অর্থাৎ, তোমার উপদেশ নিশ্চয় ঐ সমস্ত লোকেরা গ্রহণ করবে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আর তার মাধ্যমে তাদের মধ্যে আল্লাহ-ভীতি ও নিজেদের সংস্কার-প্রচেষ্টা বৃদ্ধি পাবে।