Al-A'laa • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَٱلْءَاخِرَةُ خَيْرٌۭ وَأَبْقَىٰٓ ﴾
“although the life to come is better and more enduring.”
অথচ পরকালের জীবনই উত্তম ও চিরস্থায়ী। [১] [১] কেননা, পৃথিবী এবং তার সমস্ত বস্তু ধ্বংসশীল। পক্ষান্তরে পরকালের জীবনই হল চিরস্থায়ী জীবন। বলা বাহুল্য, জ্ঞানী ব্যক্তি কোন দিন চিরস্থায়ী বস্তুর উপর ধ্বংসশীল ক্ষণস্থায়ী বস্তুকে অগ্রাধিকার দেয় না।