Al-A'laa • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ ﴾
“and thereupon causes it to decay into rust-brown stubble!”
পরে ওকে শুষ্ক খড়-কুটায় পরিণত করেছেন। [১] [১] ঘাস শুকিয়ে গেলে তাকে غُثاء বলা হয়। أحوَى শব্দের অর্থ হল কালো করে দিয়েছেন। অর্থাৎ, তাজা-সবুজ ঘাসকে শুকিয়ে কালো করে দিয়েছেন।