Al-Ghaashiya • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ ﴾
“And at the mountains, how firmly they are reared?”
এবং পর্বতমালার দিকে যে, কিভাবে ওটাকে স্থাপন করা হয়েছে? [১] [১] অর্থাৎ, কেমনভাবে তাকে পৃথিবীর উপর পেরেক স্বরূপ গেড়ে দেওয়া হয়েছে। যাতে পৃথিবী নড়া-চড়া না করতে পারে। এ ছাড়া এতে আছে খনিজ সম্পদ ও অন্যান্য উপকারিতা।