Al-Ghaashiya • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وُجُوهٌۭ يَوْمَئِذٍ خَٰشِعَةٌ ﴾
“Some faces will on that Day be downcast,”
সেদিন বহু মুখমন্ডল হবে লাঞ্ছিত; [১] [১] অর্থাৎ, কাফেরদের মুখমন্ডল। خَاشِعَة অর্থ হল অবনত, বিনীত বা লাঞ্ছিত। যেমন, নামাযী নামাযের অবস্থায় আল্লাহর সামনে মিনতির সাথে বিনীত থাকে।