Al-Ghaashiya • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ ﴾
“And at the earth, how it is spread out?”
এবং ভূতলের দিকে যে, কিভাবে ওটাকে সমতল করা হয়েছে?[১] [১] কেমনভাবে তাকে সমতল বানিয়ে মানুষের বসবাসের উপযোগী করা হয়েছে। তাতে মানুষ চলা-ফেরা ও কাজ-কারবার করে এবং আকাশ-চুম্বি উচ্চ অট্টালিকা নির্মাণ করে থাকে।