Al-Ghaashiya • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌۭ ﴾
“And so, [O Prophet,] exhort them; thy task is only to exhort:”
অতএব তুমি উপদেশ দিতে থাক; তুমি তো একজন উপদেশদাতা মাত্র। [১] [১] অর্থাৎ, আপনার দায়িত্ব হল কেবলমাত্র স্মরণ করানো, উপদেশ দেওয়া, তবলীগ করা ও দাওয়াত দেওয়া। এর অতিরিক্ত অন্য কিছু নয়।