Al-Fajr • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ ﴾
“Consider the multiple and the One!”
শপথ জোড় ও বেজোড়ের। [১] [১] এর দ্বারা জোড় এবং বিজোড় সংখ্যা অথবা জোড় এবং বিজোড় সংখ্যক বস্তুকে বুঝানো হয়েছে। কেউ কেউ বলেন, আসলে এটা সৃষ্টির কসম। এই জন্য যে, সৃষ্টি জোড় অথবা বিজোড় হয়; অন্য কিছু নয়। (আয়সারুত তাফাসীর)