Al-Fajr • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَٱلَّيْلِ إِذَا يَسْرِ ﴾
“Consider the night as it runs its course!”
এবং শপথ রাত্রির, যখন তা গত হতে থাকে। [১] [১] অর্থাৎ, রাত যখন আগত হয় এবং যখন বিদায় নেয়। কেননা, سَير (চলা) শব্দটি আসা যাওয়া উভয় অর্থে ব্যবহার হয়ে থাকে।