Al-Lail • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَإِنَّ لَنَا لَلْءَاخِرَةَ وَٱلْأُولَىٰ ﴾
“and, behold, Ours is [the dominion over] the life to come as well as [over] this earlier part [of your life]:”
আর ইহকাল ও পরকালের কর্তৃত্ব আমারই। [১] [১] অর্থাৎ, উভয়ের মালিক আমিই। আমি যেভাবে চাই, সেভাবেই উভয়কে পরিচালনা করি। এই জন্য উভয়ের কিংবা তার একটির প্রার্থী যেন আমারই নিকট প্রার্থনা করে। কেননা, প্রত্যেক প্রার্থনাকারীকে আমিই আমার ইচ্ছানুযায়ী দান করে থাকি।