Ad-Dhuhaa • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ ﴾
“and him that seeks [thy] help shalt thou never chide,”
এবং ভিক্ষুককে ধমক দিও না। [১] [১] তার প্রতি কোন প্রকার কঠোরতা প্রদর্শন করো না এবং অহংকারও নয়। কর্কশ ও কড়া ভাষা ব্যবহার করো না। বরং (ভিক্ষা না দিয়ে) জওয়াব দিলেও স্নেহ ও মহব্বতের সাথে (মিষ্টি কথায়) জওয়াব দাও।