Ash-Sharh • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ ﴾
“Hence, when thou art freed [from distress], remain steadfast,”
অতএব যখনই অবসর পাও, তখনই (আল্লাহর ইবাদতে) সচেষ্ট হও।[১] [১] অর্থাৎ, নামায, তাবলীগ, অথবা জিহাদ থেকে যখনই অবসর পাও তখনই ইবাদত (দু'আ ও যিকরে)র জন্য সচেষ্ট হও। (যেহেতু ইবাদতের পর যিকরই বিধেয়।) অথবা এত বেশী আল্লাহর ইবাদত কর, যাতে তুমি ক্লান্ত হয়ে পড়।