Al-Alaq • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ عَبْدًا إِذَا صَلَّىٰٓ ﴾
“a servant [of God] from praying?”
এক বান্দা (রসূলুল্লাহ)কে যখন সে নামায আদায় করে? [১] [১] ব্যাখ্যাতাগণ বলেছেন, বারণকারী বলতে আবু জাহলকে বোঝানো হয়েছে, যে ইসলামের চরম শত্রু ছিল। আর 'বান্দা' বলতে নবী (সাঃ)-কে বোঝানো হয়েছে।