Al-Alaq • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ نَاصِيَةٍۢ كَٰذِبَةٍ خَاطِئَةٍۢ ﴾
“the lying, rebellious forehead! –”
যা মিথ্যাবাদী, পাপিষ্ঠ চুলের ঝুঁটি। [১] [১] চুলের ঝুঁটির উক্ত গুণ রূপক হিসাবে ব্যবহার হয়েছে। (আসলে এ গুণ ঐ চুলের ঝুঁটি-ওয়ালার। যে) মিথ্যাবাদী নিজের কথায় ও পাপাচারী নিজের কর্মে।