Al-Alaq • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ خَلَقَ ٱلْإِنسَٰنَ مِنْ عَلَقٍ ﴾
“created man out of a germ-cell”
সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিন্ড হতে। [১] [১] এই আয়াতে সমস্ত সৃষ্টির মধ্যে বিশেষ করে মানুষের জন্মের কথা উল্লেখ হয়েছে; যাতে মানুষের মর্যাদা স্পষ্ট।